দেশ

বারাণসী কেন্দ্রে মোদির নির্বাচন চ্যালেঞ্জ করা বিএসএফ জওয়ান তেজবাহাদুরের পিটিশন খারিজ করলো সুপ্রিমকোর্ট

টিডিএন বাংলা ডেস্ক: বারাণসী লোকসভা কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচন চ্যালেঞ্জ করে বিএসএফ জওয়ান তেজবাহাদুর যে পিটিশন দায়ের করেছিলেন, সেই পিটিশন খারিজ করে দিলো সুপ্রিমকোর্ট। প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ এই পিটিশন খারিজ করেন।

উল্লেখ্য, এর আগে বরখাস্ত ওই জওয়ান বারাণসী কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ভোটে লড়তে চাইলেও তিনি নির্বাচন কমিশনের কাছে মিথ্যা তথ্য পেশ করেছেন এমন অভিযোগ তুলে তাঁর মনোনয়ন বাতিল হয়ে যায়। বিষয়টি নিয়ে প্রথমে এলাহাবাদ হাইকোর্টে মামলা দায়ের করলে তা খারিজ করে দেওয়া হয়। কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতে আবেদন করেন তেজবাহাদুর। সেখানেও একই রায় বহাল রাখলো সুপ্রিমকোর্ট।

Related Articles

Back to top button
error: