দেশ

সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয়না, মন্তব্য ভারতের উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর

টিডিএন বাংলা ডেস্ক: সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয়না। কোনো ধর্মই সন্ত্রাসবাদের প্রচার করে না। শনিবার এক ভার্চুয়াল সমাবেশে বক্তব্য পেশ করতে গিয়ে এমনটাই বার্তা দিলেন ভারতের উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। তিনি বলেন, “সন্ত্রাসবাদ মানেই বিপদ। এর কোনও ধর্ম হয় না। কোনও ধর্ম সন্ত্রাসবাদের প্রচার করে না। কিছু মানুষ এটা নিয়ে ভুল ব্যাখ্যা করেন। কোনও দেশই সন্ত্রাসের রক্তচক্ষু থেকে সুরক্ষিত নয়। সন্ত্রাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সংগঠনগুলির একজোট হওয়া প্রয়োজন। সন্ত্রাসে মদতদাতা দেশকে শুধু বিচ্ছিন্ন করলেই চলবে না, তাদের শাস্তিও দিতে হবে। এই মুহূর্তে এটাই সবচেয়ে বেশি দরকার।”

Related Articles

Back to top button
error: