দেশ

১৪ তারিখ পালন হবে বিভাজন বিভীষিকা দিবস, ঘোষণা প্রধানমন্ত্রীর

টিডিএন বাংলা ডেস্ক : ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস। আর ওই দিনটি দেশভাগের যন্ত্রণার কথা স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইট করে তিনি জানান, দিনটি মনে করায় দেশভাগের যন্ত্রণার কথা। ঘৃণা আর হিংসার জন্য আমাদের ভাইবোনেদের ঘর-বাড়ি ছাড়তে হয়েছে। জীবন পর্যন্ত দিতে হয়েছে। এই দিনটি দেশভাগের যন্ত্রণা দিবস হিসেবে পালন করা হবে।

টুইটে প্রধানমন্ত্রী আরও লিখেছেন, এই দিনটাকে স্মরণ রেখে সমাজে ভেদাভেদ ও বৈষম্য যেমন দূর করতে হবে, তেমনি মজবুত করতে হবে দেশের ঐক্য, সামাজিক সদ্ভাব ও সংবেদনশীলতার পরিবেশ। উল্লেখ্য ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা পেলেও দেশকে ভেঙে টুকরো করে দেওয়া হয়। দেশভাগের ফলে ঘরছাড়া হন লক্ষাধিক মানুষ। শুরু হয় ধর্মীয় ভেদাভেদ। সেই যন্ত্রণাকে স্মরণ করেই প্রধানমন্ত্রী আজকের দিনটি মনে রাখার বিশেষ অনুরোধ করেন দেশবাসীর কাছে।

প্রশ্ন হলো, কেন প্রধানমন্ত্রী হঠাৎ এই টুইট করলেন? রাজনৈতিক মহল এর পেছনে দুটি কারণ খুঁজে পেয়েছেন। এক কংগ্রেসকে নিশানা করা। কারণ দেশভাগের জন্য কংগ্রেসকেই দায়ী করা হয়। অন্য কারণটি হলো, লাভ জিহাদ থেকে শুরু করে মেরুকরণ এর কারণে ভারাক্রান্ত জাতীয় রাজনীতি। এই দুটো বিষয়কেই মূলত মাথায় রেখে এই কুইড বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

Related Articles

Back to top button
error: