বিশ্বভারতীর পৌষ মেলা মাঠে ভবঘুরের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, বীরভূম: বিশ্বভারতীর পৌষ মেলা মাঠে আজ সকালে এক ভবঘুরের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ সূত্রে খবর মৃত ব্যক্তির নাম সরু ক্ষ্যাপা তিনি একটি ভবঘুরে তার বাড়ি বীরভূমের গঙ্গারামপুর গ্রামে আজ সকালে বিশ্বভারতীর পৌষ মেলার মাঠে হার্ট অ্যাটাকে মারা যান। কিন্তু সব থেকে বড় প্রশ্ন উঠে এসেছে পৌষ মেলার মাঠে পাঁচিল কাণ্ডের পর গোটা মেলার মাঠ জুড়ে ৩৯ টি সিসিটিভি ক্যামেরা এবং পুলিসি নজরদারি এবং নিরাপত্তাকর্মী দিয়ে মুড়ে ফেলা হয়েছে এই পৌষ মেলার মাঠ. তাহলে ওই ব্যক্তি গতকাল রাতে এলো কিভাবে এবং সে যেখানে মৃত পড়ে আছে তা সিসি টিভিতে বা নিরাপত্তাকর্মী ও পুলিশ আধিকারিকদের চোখে পড়েনি কিভাবে। আজ সকালে পুলিশের বিষয়টি নজরে পড়ে এবং সেই ভবঘুরের মৃতদেহ উদ্ধার করেন। মৃতদেহটিকে বোলপুরের মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।