দেশ

করোনায় ৩৮২ জন চিকিৎসক মারা গেলেও জানে না কেন্দ্র! ক্ষুব্ধ ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন

টিডিএন বাংলা ডেস্ক: দেশজুড়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে কতজন স্বাস্থ্যকর্মী মারা গিয়েছে তার পর্যাপ্ত তথ্য নেই কেন্দ্রের কাছে! আর যা নিয়েই রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন কোনোরকম প্রতিক্রিয়া না জানালেও বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে জানান, করোনা মহামারীতে এপর্যন্ত কত জন স্বাস্থ্যকর্মী মারা গিয়েছেন, সে সম্পর্কিত কোনও তথ্য কেন্দ্রের কাছে নেই। যেহেতু হাসপাতালগুলি রাজ্য সরকারের অধীনে। তাই কেন্দ্র কিছু জানে না। এদিকে কেন্দ্রের যুক্তির পরেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে আইএমএ। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন এক চিঠিতে স্পষ্টতই বলেছে, কোভিড ১৯ মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আত্মত্যাগের খোঁজ সরকার রাখে না। অথচ ভারতের মতো বিশ্বের আর কোনও দেশে করোনায় এত চিকিত্‍‌সক ও স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়নি। কিন্তু কেন্দ্রের সরকার এমন একটা ভান করছে, যেন এই তথ্যটি দেশের মানুষের কাছে কোনও গুরুত্ব রাখে না। সরকার এ বিষয়ে সম্পূর্ণ উদাসীন। করোনায় মৃত চিকিত্‍‌সকদের নামের তালিকা প্রকাশ করে তারা আইএমএ জানান, সারা দেশে ৩৮২ জন চিকিত্‍‌সক এ পর্যন্ত মারা গিয়েছেন। কেন্দ্রের কাছে আবেদন করা হয়েছে, মৃত চিকিত্‍‌সকদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য।

Related Articles

Back to top button
error: