নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মূর্শিদাবাদ: জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদ সহ সকল সিএএ-এনআরসি বিরোধী আন্দোলনকারীদের মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে ও মুক্তির দাবিতে বিক্ষোভ দেখালো ওয়েলফেয়ার পার্টি। বৃহস্পতিবার মুর্শিদাবাদের জঙ্গীপুর ব্রীজ প্রাঙ্গণের এই প্রতিবাদ সভায় সামিল হন ওয়েলফেয়ার পার্টির রাজ্য সম্পাদক মন্ডলির সদস্য আবু তাহের আনসারী, ব্লক সভাপতি মনিরুল ইসলাম, সম্পাদক আসরাফ হোসেন, যুগ্ম সম্পাদক ডাঃ মজিবুর রহমান, পৌর সভাপতি মাসরুর আহমেদ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিনের বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে উমর খালিদের মুক্তির দাবিতে সরব হন পার্টির নেতৃবৃন্দ।