দেশ

লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রির পথে দ্রুত এগোচ্ছে কেন্দ্র

টিডিএন বাংলা ডেস্ক : সামনে উত্তরপ্রদেশে নির্বাচন। তাকে সামনে রেখে সংসদে সংরক্ষণ বিল পাশ হয়েছে। অন্যদিকে বেসরকারিকরণের প্রক্রিয়া দ্রুতগতিতে চলছে। বেসরকারিকরণে পাকাপাকি ভাবে বিলোপ ঘটছে চাকরির সংরক্ষণে। চলতি বছরেই রাষ্ট্রায়ত্ত্ব শিল্পে বেসরকারিকরণের বড় কাজটি সেরে ফেলা হবে। সম্প্রতি পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট বিভাগের সচিব তুহিন কান্তা পান্ডে এই বিষয়ে জানিয়েছেন।

টুইট করে তিনি জানান, বেসরকারিকরণ আবার সঠিক পথে ফিরছে। এবছর বিক্রি করা হবে এয়ার ইন্ডিয়া ও ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন। এবারের তালিকায় রয়েছে আরও ৩৫তি রাষ্ট্রায়ত্ত সংস্থা। নিলামে তোলার কাজ এই বছরই শেষ হবে। মোট ১৭১টি রাষ্ট্রায়ত্ত লাভজনক সংস্থা বিক্রি করা হবে।

এই বেসরকারিকরণ নীতির তীব্র সমালোচনা করে সীতারাম ইয়েচুরির প্রশ্ন, দেশের মহারত্ন, নবরত্ন, মিনিরত্ন-সহ ১৭১টি সংস্থা যখন ২০১৯-২০ সালে লাভ করেছে, তাহলে তাদের বিক্রি করে দেওয়া হচ্ছে কেন? এর অর্থ হল জাতীয় সম্পদ লুট করা হচ্ছে এবং জনগণের থেকে অর্জিত সম্পদ মুনাফাকারীদের হাতে তুলে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, এর ফলে বিলাপ হবে চাকরির সংরক্ষণ প্রক্রিয়া। আরও কর্মসংস্থান কমবে।

Related Articles

Back to top button
error: