পালঘর হত্যাকাণ্ডে গ্রেফতার ৪৭জন অভিযুক্তকে জামিন দিল আদালত

প্রতীকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক: সোমবার পালঘর হত্যাকাণ্ডের মামলায় গ্রেফতার ৪৭ শোন অভিষেকেই জামিন দিলো থানের একটি আদালত। জেলা জজ পিপি যাদব অভিযুক্তদের ১৫ হাজার টাকা করে জমা দিয়ে জামিনে মুক্তির আদেশ দেন। এর আগের মাসেই এই মামলায় অভিযুক্ত চার আসামির জামিন মঞ্জুর করে আদালত। এই মামলায় এখনো পর্যন্ত প্রায় ২০০ জনকে গ্রেফতার করা হয়েছে। আবেদনকারীদের তরফ থেকে হাজির হয়ে আইনজীবী অতুল পাতিল ও অমৃত অধিকারী বলেন, তাদের মক্কেলদের এই ঘটনায় কোনো ভূমিকা নেই পুলিশ শুধুমাত্র সন্দেহের বশে তাদের গ্রেফতার করে রেখেছে।

প্রসঙ্গত চলতি বছরেই ১৬ এপ্রিল মহারাষ্ট্রের পালঘর জেলার গড়চিড়োলীতে একটি উগ্র ভিড় দুজন সাধু মহারাজ কল্পবৃক্ষ গিরি (৭০) এবং সুশীলগিরি মহারাজ (৩০) ও তাদের ড্রাইভার নিলেশ তেলগড়েকে পিটিয়ে মেরে ফেলে। মহারাষ্ট্র পুলিশের সিআইডি এই মামলায় চার্জশিট গঠন করেছে।