করোনা আবহেই বিহার বিধানসভার প্রথম দফার নির্বাচন শুরু

Pic Courtesy : india Today

টিডিএন বাংলা ডেস্ক: করোনা আবহের মধ্যেই আজ শুরু হয়েছে বিহার বিধানসভার প্রথম দফার নির্বাচন। বুধবার প্রথম পর্বের এই নির্বাচনে মোট ৭১ টি আসনে ভোট নেওয়া হবে। লড়াই করবেন ১,০৬৬ প্রার্থী। ভোট দেবেন প্রায় ২.১৪ কোটি ভোটার। সকাল সাত টা থেকে শুরু হয়েছে ভোটদান প্রক্রিয়া। এদিকে করোনা সতর্কতা হিসেবে নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে। ভোটার সংখ্যা সীমিত রাখার পাশাপাশি ইভিএম স্যানিটাইজ করা হবে কিছুক্ষণ পরপরই। প্রতিটি বুথে থাকবে থার্মাল স্ক্যানার, হ্যান্ড স্যানিটাইজার ও সাবানের ব্যবস্থাও।