দেশ

প্রয়াত হলেন আরজেডির বড়িষ্ঠ নেতা রঘুবংশ প্রসাদ সিং

টিডিএন বাংলা ডেস্ক: প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং আরজেডি নেতা রঘুবংশ প্রসাদ সিং রবিবার দিল্লির এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। শেষ অবস্থায় তাকে আইসিইউতে ভেন্টিলেটরে রেখে চিকিৎসা করা হচ্ছিল। রঘুবংশ প্রসাদ সিং করোনা সংক্রমিত হন। তবে পরে তিনি করোনামুক্ত হয়ে যান। বিগত কয়েক দিন ধরেই লাগাতার এইমস হাসপাতাল তাঁর চিকিৎসা চলছিল। সম্প্রতি একটি চিঠি লিখে আরজেডি থেকে ইস্তফা দেওয়ার বার্তা দিয়েছিলেন রঘুবংশ প্রসাদ সিং।

বৃহস্পতিবার দল থেকে ইস্তফা দেন রঘুবংশ প্রসাদ সিং। একটি চিঠি লিখে লালু প্রসাদ যাদব এর উদ্দেশ্যে তিনি জানান,”আমি জননেতা কর্পূরী ঠাকুরের মৃত্যুর পর ৩২ বছর পর্যন্ত আপনার সমর্থনে দাড়িয়ে ছিলাম কিন্তু আর নয়।”তিনি আরো লেখেন,”দলের নেতারা, কর্মীরা এবং আমজনতা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ। আমাকে ক্ষমা করুন।”

এই চিঠি পাওয়ার পরেই পাল্টা চিঠি লিখে দলে ফেরানোর আবেদন জানান লালু প্রসাদ যাদব। তিনি লেখেন,”আপনার লেখা বলে একটি চিঠি মিডিয়ায় দেখানো হচ্ছে। আমার তো বিশ্বাসই হচ্ছেনা। এখন আমার, আমার পরিবার এবং আমার সাথে একজোট হয়ে তৈরি করা আরজেডি পরিবার আপনাকে শীঘ্র সুস্থ হয়ে নিজেদের মধ্যে দেখতে চায়। চার দশক ধরে আমরা প্রত্যেকটি রাজনৈতিক, সামাজিক এবং এমনকি পারিবারিক বিষয়েও একসাথে বসে পর্যালোচনা করেছি। আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, তারপর বসে এবইশয়ে কথা বলব। আপনি কোথাও যাচ্ছেন না। বুঝে নিন।”

Related Articles

Back to top button
error: