দেশ
করোনা আবহেই আজ নিট, দেশজুড়ে বসছে প্রায় ১৬ লক্ষ পরীক্ষার্থী
টিডিএন বাংলা ডেস্ক: করোনা আবহেই আজ মেডিক্যালের এন্ট্রান্স নিট। দেশজুড়ে বসছে প্রায় ১৬ লক্ষ পরীক্ষার্থী।
সুপ্রিম কোর্ট ও কেন্দ্রের নির্দেশ অনুযায়ী পরীক্ষার দায়িত্ব রয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সির উপর। পরীক্ষার জন্য একাধিক নির্দেশিকা পাঠানো হয়েছে। তার মধ্যে সামাজিক দূরত্ব, মাস্ক ও গ্লাভস পরা, স্যানিটাইজারও রয়েছে। প্রত্যেক পরীক্ষার্থীর থার্মাল স্ক্রিনিংয়ের পরেই তাদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে। যেসব পরীক্ষার্থীর তাপমাত্রা বেশি থাকবে তাদের জন্য আইসোলেশন রুমের বন্দোবস্ত করা হয়েছে। সেখানেই তারা পরীক্ষা দিতে পারবেন।