মদ মাফিয়া আমাকে চেয়ার থেকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে: মুখ্যমন্ত্রী নীতিশ কুমার
টিডিএন বাংলা ডেস্ক: শনিবার বিহারের বৈশালিতে জেডিইউ প্রার্থীর সমর্থনে আয়োজিত একটি সভায় বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার দাবি করেছেন, তিনি যেহেতু বিহারে মদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন তাই মদ মাফিয়ারা তাঁকে চেয়ার থেকে সরানোর প্রচেষ্টা চালাচ্ছে। মদের কালো ব্যবসায়ীরা তাঁকে বিভিন্ন ভাবে জ্বালাতন করছে বলেও অভিযোগ করেন তিনি।
ওই সভা থেকে বক্তৃতা দেওয়ার সময় নিজেকে একজন অভিজ্ঞ মুখ্যমন্ত্রী হিসাবে বর্ণনা করে কর্মক্ষমতা প্রসঙ্গে সরাসরি আক্রমণ করেন লালু যাদব পুত্র তথা বিপক্ষ দল আরজেডির মুখ্যমন্ত্রী প্রার্থী তেজস্বী যাদবকে। নীতিশের দাবি, জেজস্বির কাছে তাঁর মতো কাজ করার অভিজ্ঞতা নেই। তাই আরজেডির জোট সরকার গঠিত হলে বিহারে আবার ১৫ বছর আগের পরিস্থিতি তৈরি হবে।
প্রসঙ্গত, ২৮ অক্টোবর বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। এই পরিস্থিতিতে তাই নিজেদের নিজেদের দলের প্রার্থীদের হয়ে সমর্থন আহ্বান করতে শীর্ষ স্তরীয় নেতারা একের পর এক প্রার্থীদের সমর্থনে নির্বাচনী সভা করছেন।