কোনও অবস্থাতেই জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা ফেরানো হবে না, সাফ জানিয়ে দিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী
টিডিএন বাংলা ডেস্ক: কোনও অবস্থাতেই জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা ফেরানো হবে না। সাফ জানিয়ে দিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ৷ সম্প্রতি মুক্তি পাওয়ার পরই কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরিয়ে আনতে ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ সহ কাশ্মীরের সব রাজনৈতিক দলগুলিকে একছাতার তলায় নিয়ে আসার উদ্যোগে অংশ নিয়েছেন মেহবুবা মুফতি৷ যতদিন না পর্যন্ত জম্মু কাশ্মীরের নিজস্ব পতাকা ফিরিয়ে দেওয়া হচ্ছে, ততদিন অন্য কোনও পতাকা তুলবে না বলেও হুঁশিয়ারিও দিয়েছেন তিনি৷ আর সেই প্রসঙ্গেই আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানিয়ে দিয়েছেন, কোনও অবস্থাতেই জম্মু কাশ্মীরের বিশেষ ক্ষমতা ফেরানো হবে না৷ সাংবিধানিক পদ্ধতি মেনেই ৩৭০ ধারা প্রত্যাহার করা হয়েছে৷ সংসদের দুই কক্ষে বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ তিনি বলেন, জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার দেশবাসীর কাছে তাঁদের প্রতিশ্রুতি ছিল এবং মানুষ এই সিদ্ধান্তের প্রশংসাই করেছেন৷