হাথরাসের নির্যাতিতার অন্তিম সৎকার নিয়ে আগামীকাল এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চে শুনানি; পুলিশি নিরাপত্তায় ভোরে রওনা হবে পরিবার

টিডিএন বাংলা ডেস্ক: সোমবার হাথরাসের নির্যাতিতার অন্তিম সৎকার নিয়ে এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চে শুনানি হবে। শুনানির সময় উপস্থিত থাকতে সোমবার ভোরেই সম্পূর্ণ পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে রওনা হবে নির্যাতিতার পরিবার। নির্যাতিতার ভাই সংবাদমাধ্যমকে জানিয়েছেন উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে তাঁদের জানানো হয়েছে, রাতে সফর করা যাবে না সেজন্য সোমবার ভোর সাড়ে পাঁচটায় লখনৌয়ের উদ্দেশ্যে বেরোনো হবে।

এর আগে পরিবারের তরফ থেকে আদালতে প্রাণনাশের আশঙ্কার কথা জানানো হয়েছিল তাই তাঁদের পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে। আদালত এই মামলায় নির্যাতিতার অন্তিম সরকারের পরের দিনই ১ অক্টোবর বলেছিল, নির্যাতিতা এবং তার পরিবারের মৌলিক অধিকার লংঘন করা হয়েছে কিনা সে বিষয়ে আদালত তদন্ত করছে। পরিবারের সহমতি এবং উপস্থিতি ছাড়াই মাঝরাতে নির্যাতিতার অন্তিম সৎকার করা হয়েছিল কিনা তা নিয়ে তদন্ত করছে আদালত।