দেশ

হাইকোর্টের ওপর প্রভাব খাটিয়ে সরকার ফেলার চেষ্টা করছেন সুপ্রিম কোর্টের বিচারপতি; বেনজির অভিযোগ জগনমোহনের

টিডিএন বাংলা ডেস্ক: নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করছেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি। ঠিক এমনটাই চাঞ্চল্যকর এবং বেনজির অভিযোগ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। তার অভিযোগ সুপ্রিম কোর্টের বিচারপতি যিনি বর্তমানে প্রধান বিচারপতি হওয়ার প্রতিযোগিতায় শামিল তিনি একসময় তেলেগু দেশম পার্টির নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু হয়ে কাজ করেছেন। তাই অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি ও চারজন অন্য বিচারপতিদের ওপর প্রভাব খাটিয়ে অন্ধ প্রদেশের বর্তমান নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করছেন।সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এবং ওদের কাছে এমনই চাঞ্চল্যকর একটি অভিযোগ করে চিঠি লিখেছেন অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রীর জগনমোহন রেড্ডি।তার আরো অভিযোগ চন্দ্রবাবু নাইডু এবং তেলেগু দেশম পার্টির বিরুদ্ধে বেশ কিছু মামলা ওই বিচারপতিদের বেঞ্চেই রয়েছে। যার জেরে তাঁর সরকারের কাজকর্মে বাধা তৈরি হচ্ছে বলে অভিযোগ জগনমোহনের।সূত্রের খবর অনুযায়ী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের সময় হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ওই চিঠি প্রেরণ করেছিলেন জগনমোহন রেড্ডি। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন তিনি। তবে এই চিঠি প্রসঙ্গ প্রকাশ্যে আসার পর আপাতত জগনমোহনের অভিযোগ নিয়ে তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Related Articles

Back to top button
error: