দেশ
একটি লজ্জাজনক সত্যি হলো দলিত, মুসলমান এবং উপজাতির লোকেদের অনেক ভারতীয়রা মানুষ বলেই গণ্য করে না: রাহুল গান্ধী
টিডিএন বাংলা ডেস্ক: হাথরাস মামলা প্রসঙ্গে ইতিমধ্যেই তোলপাড় হয়ে রয়েছে গোটা দেশ। হাথরাসের নির্যাতিতার পোস্টমর্টেম রিপোর্টের ভিত্তিতে উত্তর প্রদেশ পুলিশের “নির্যাতিতার সঙ্গে ধর্ষণ হয়নি”, দাবির সমালোচনা করেছে গোটা দেশ। এবার সেই একই প্রশ্ন তুলে ধরল আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি। হাথরাসের নির্যাতিতার ক্ষেত্রে পুলিশ কেন বলছে ধর্ষণ হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছে ওই আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। বিবিসির ওই রিপোর্টকে শেয়ার করে একটি টুইটে রাহুল গান্ধী লিখেছেন,”একটি লজ্জাজনক সত্যি হলো দলিত, মুসলমান এবং উপজাতির লোকেদের অনেক ভারতীয়রা মানুষ বলেই গণ্য করে না। মুখ্যমন্ত্রী এবং তার পুলিশ বলছেন কোন ধর্ষণ হয়নি তার কারণ তাদের জন্য এবং আরো অনেক ভারতীয়দের জন্য ও কেউ না।”