দেশ

সরকারি কাজে কেন্দ্রকে ইংরেজি ব্যবহার করার নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

টিডিএন বাংলা ডেস্ক : প্রশাসনিক ক্ষেত্রে অবশ্যই ইংরেজি ভাষা ব্যবহার করতে হবে। কেন্দ্রকে নির্দেশ দিল মাদ্রাজ হাইকোর্ট। ‘অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট’ মেনে হিন্দির পাশাপাশি ইংরেজি ভাষা ব্যবহারের জন্য কেন্দ্রকে নির্দেশ দিয়েছে আদালত।

ভাষাকে নিয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যের বিবাদ বহুদিনের। বিজেপি সরকার কেন্দ্রে আসতেই, তা আরও বেড়েছে। বহু রাজ্যের অভিযোগ, আঞ্চলিক ভাষাকে কোনঠাসা করার চেষ্টা করা হচ্ছে। তবে সেই চেষ্টাতে এবার জের ধাক্কা খেল কেন্দ্র। মাদ্রাজ হাইকোর্টের সাফ নির্দেশ, প্রশাসনিক ক্ষেত্রে ইংরেজি ভাষা ব্যবহার করতে হবেই। ঠিক কী থেকে ঘটনার সূত্রপাত? সেন্ট্রাল রিজার্ভ পুলিস ফোর্স নিয়োগের পরীক্ষাকেন্দ্র তামিলনাড়ু ও পুদুচেরিতে করতে চেয়ে কেন্দ্রকে চিঠি দেন তামিলনাড়ুর সিপিএম সাংসদ সু ভেঙ্কটেশন। কেন্দ্রীয় সরকারের তরফে সেই চিঠির উত্তর দেওয়া হয় হিন্দিতে। যাতে রুষ্ট হন সাংসদ। ফের কেন্দ্রকে চিঠি পাঠান। জানিয়ে দেন নিজের আপত্তির কথা। চিঠিতে সাংসদ লেখেন, তিনি হিন্দি পড়তে, লিখতে বা বুঝতে পারেন না। ফলে তাঁর চিঠির উত্তর ইংরেজিতে দেওয়া হোক। এই বিষয়ে আদালতে পিটিশন দায়ের করেন সিপিএম সাংসদ।

সেই মামলার প্রেক্ষিতে মাদ্রাজ হাইকোর্ট এই রায় দেয়। বিচারপতি কিরুবাকারণ ও এম দুরায়স্বামীর বেঞ্চ বলে, ‘ইংরেজিতে কোনও প্রস্তাব পাঠানো হলে তার উত্তর অবশ্যই ইংরেজিতে দিতে হবে।’ যদিও এই প্রসঙ্গে কেন্দ্রীয় আধিকারিকদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related Articles

Back to top button
error: