HighlightNewsদেশ

এই ধর্না মঞ্চ সরকারি না দলীয়, দলীয় প্রতীকের ব্যবহার নিয়ে মমতাকে বিঁধলেন বিরোধীরা

টিডিএন বাংলা ডেস্ক: বুধবার থেকে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে বাংলাকে বঞ্চনার অভিযোগ তুলে রেড রোডে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা। কিন্তু সেই ধর্না মঞ্চে তৃণমূলের দলীয় প্রতীকের ব্যবহার নিয়ে মমতাকে বিঁধলেন বিরোধীরা। সেখানে বাংলার সরকারের বিশ্ব বাংলার প্রতীক ব্যবহার না করে তৃণমূলের দলীয় প্রতীকের ব্যবহারের অভিযোগ উঠেছে। ফলে এই ধর্না মঞ্চ সরকারি না দলীয় তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। যদিও সেই প্রশ্নের উত্তরে মমতার স্পষ্ট উত্তর, “আমি বিজেপির মতো সরকারি অর্থ অপচয় করা পছন্দ করি না। তাই এই অনুষ্ঠানটি দলেরই।” একই সঙ্গে তিনি বলেন, “আমার দল ক্ষমতায় আছে। তার মানে মানুষের কাছে আমাদের দলের দায়বদ্ধতা আছে। সরকারের থেকেও আমার সৃষ্টি করা দল আমার কাছে অনেক বড়…।” পাশাপাশি তিনি আরও বলেন, “যারা দিন আনে দিন খায় তাদের টাকা আটকে দেওয়া হয়েছে। তাদের হয়ে এক বার নয় এক কোটি বার ধর্নায় বসব। আমার দল ক্ষমতায় আছে। তার মানে মানুষের কাছে আমাদের দায়বদ্ধতা আছে।”

Related Articles

Back to top button
error: