দেশ

জিডিপিতে ঐতাহাসিক হ্রাসের কারণ, মোদী সরকারের গব্বর সিং জিএসটি; ট্যুইট করে মোদিকে কটাক্ষ করলেন রাহুল গান্ধী

টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্র সরকার ওপর আগ্রাসী মনোভাব অব্যাহত রেখে প্রতিদিনই একের পর এক ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে টুইট করছেন রাহুল গান্ধী। কখনো দেশে বাড়তে থাকা বেকারত্ব তো কখনো করোনার সংক্রমণ। এই ধারাকেই বজায় রেখে এদিন জিডিপির ঐতিহাসিক হ্রাস নিয়ে ফের একবার মোদী সরকারের বিরুদ্ধে সমালোচনায় সরব হলেন রাহুল গান্ধী। এদিন রাহুল গান্ধী অভিযোগ করেন, জিএসটি অর্থনীতির অসংগঠিত খাতের জন্য দ্বিতীয় বড় আক্রমণ এবং এর ত্রুটিপূর্ণ বাস্তবায়ন অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। সিরিজের তৃতীয় ভিডিওতে রাহুল গান্ধী বলেছেন যে জিএসটি হ’ল ইউপিএ সরকারের ধারণা। একটি কর, সরল এবং সাধারণ, তবে এনডিএ এই করকে জটিল করে তুলেছে।

রাহুল গান্ধী বলেন,”এনডিএ সরকার দ্বারা বাস্তবায়িত জিএসটিতে চারটি আলাদা কর রয়েছে। ২৮ শতাংশ পর্যন্ত কর এবং এটি অত্যন্ত জটিল। এটি বোঝা খুব কঠিন”। তিনি আরো বলেন, ছোট এবং মাঝারি মানের ব্যবসায়ীরা এই করে দিতে পারবেননা। অপরদিকে বড় শিল্পপতিরা খুব সহজেই এই কর জমা দিয়ে পারে। তাঁরা চাইলেই পাঁচ দশ জন অ্যাকাউন্টেন্ট রাখতে পারেন।

রাহুল গান্ধী প্রশ্ন করেন,”দেশে এই আলাদা আলাদা চার প্রকারের ট্যাক্স রেট কেন রাখা হয়েছে?” এরপর নিজেই এই প্রশ্নের জবাব দিয়ে রাহুল গান্ধী বলেন, “এটা এজন্য করা হয়েছে কারণ সরকার চায় যারা জিএসটিতে অ্যাক্সেস পেতে চায় তারা এটিকে সহজেই পরিবর্তন করতে পারে এবং যার অ্যাক্সেস নেই, তারা জিএসটি সম্পর্কে কিছুই যাতে করতে না পারে। ভারতের ১৫-২০ শিল্পপতিদের অ্যাক্সেস রয়েছে, তাই তারা যে কোনও শুল্ক আইন পরিবর্তন করতে চান, তারা সহজেই এই জিএসটি রেজিমে পরিবর্তন আনতে পারেন।”

রাহুল গান্ধী আরো বলেন,”এই জিএসটি সম্পূর্ণ ব্যর্থ, এটি দরিদ্র এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের উপর আক্রমণ। জিএসটি কোনও ট্যাক্স ব্যবস্থা নয়, এটি ভারতের গরিবদের উপর আক্রমণ। ছোট দোকানদার, ছোট ও মাঝারি ব্যবসা, কৃষক এবং সেখানে শ্রমিকদের উপর আক্রমণ করা হয়েছে।” এই আক্রমনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা দিয়ে তিনি বলেন,”এনডিএর জিএসটির ফলস্বরূপ আজ ভারত সরকার রাজ্যগুলিকে জিএসটির ক্ষতিপূরণ দিতে পারছে না।”

বুধবার রাহুল গান্ধী সিরিজের দ্বিতীয় ভিডিও প্রকাশ করেছিলেন। ওই ভিডিওতে তিনি অভিযোগ করেন, নোটবন্দি ভারতের দরিদ্র, কৃষক, শ্রমিক ও ছোট দোকানদারদের ওপর আক্রমণ এবং এটিকে ভারতের অসংগঠিত অর্থনীতির ওপর আক্রমণ বলে অভিহিত করেছেন। রাহুল গান্ধীর অভিযোগ, প্রধানমন্ত্রী নিজের দাবি অনুসারে নোটবন্দি দেশের কালো টাকা নির্মূল করতে পারেনি এবং তা দরিদ্রদের উপকারেও আসেনি বরং ভারতের বৃহত্তম কোটিপতিদের উপকৃত করেছিল।

Related Articles

Back to top button
error: