দেশ

শেষ নিশ্বাস ত্যাগ করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ডা: হর্ষবর্ধনের মা; চক্ষুদান করলেন এইমসে

টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ডাক্তার হর্ষবর্ধন মা রবিবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে ডাক্তার হর্ষবর্ধনের মায়ের ইচ্ছা অনুযায়ী তাঁর দুটি চোখ দিল্লির এইমস হাসপাতালে দান করা হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ডাক্তার হর্ষবর্ধন টুইট করে জানিয়েছেন, হার্ট অ্যাটাকের করণে তাঁর মায়ের মৃত্যু হয়েছে। টুইট বার্তায় তিনি লেখেন, “পূজনীয় মাতাজির ইচ্ছা অনুসারে তাঁর পরলোকগমনের সঙ্গে সঙ্গেই দিল্লির এইমসে ওনার চক্ষুদান করা হয়েছে। আজ দুপুর তিনটেয় আমি তাঁর পার্থিব শরীর মৌলানা আজাদ মেডিকেল কলেজকে দান করব। তাঁর দেহদান আমাদের সবাইকে সবসময় সমাজের জন্য বাঁচার প্রেরণা দেবে।”

এরপর অপর একটি ট্যুইটে তিনি লেখেন,”আপনাদের খুব দুঃখের সাথে জানাতে হচ্ছে যে পৃথিবী আমার সবথেকে প্রিয় ব্যাক্তি, আমার মা মারা গেছেন। ওনার ৮৯ বছর বয়শ হয়েছিল এবং আজ সকলেই ওনার হার্ট অ্যাটাক হয়…. আমার পথ প্রদর্শক চলে যাবার পর আমার জিবনে এমন এক শুন্যতা সৃষ্টি হয়েছে যা কেউ ভরাট করতে পারবে না। তাঁর আত্মার শান্তি হোক।”

Related Articles

Back to top button
error: