সরল ভাষায় আইনি দস্তাবেজ লেখার দাবিতে শুনানি করতে প্রস্তুত সুপ্রিম কোর্ট; কেন্দ্র সরকার এবং বার কাউন্সিলের উদ্দেশ্যে জারি নোটিশ
টিডিএন বাংলা ডেস্ক: শীর্ষ আদালতে সাধারণ মানুষের বোঝার সুবিধার্থে আইনি দস্তাবেজে সরল ভাষার ব্যবহারের জন্য সরকারকে নির্দেশ দেওয়ার আবেদন করেছিলেন সুভাষ বিজয়রন। বৃহস্পতিবার ওই মামলার শুনানি করতে প্রস্তুত হয় প্রধান বিচারপতি এস এ বোবদে, বিচারপতি এ এস বোপান্না এবং বি রামাসুব্রামানিয়ামের বেঞ্চ। এবিন আবেদনকারীর বয়ান এক মিনিট ধরে টানা শোনার পর কিছুক্ষণ বিচার বিমর্ষ করে প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন ওই বেঞ্চ।এরপরে সম্পর্কে জবাব দাখিল করার জন্য কেন্দ্র সরকার এবং বার কাউন্সিল অফ ইন্ডিয়াকে নোটিশ জারি করা হয়।
সুভাষ বিজয়রন শীর্ষ আদালতের কাছে আবেদন করেন যাতে, সরকার তার সমস্ত নির্দেশাবলী, নিয়ম এবং বিজ্ঞপ্তি সহজ-সরল ভাষায় প্রকাশিত করে। এছাড়া এলএলবি অধ্যয়নের সময় শিক্ষার্থীদের আইনী বিষয়গুলি সহজ পদ্ধতিতে লেখার বিষয়ে অবহিত করতে হবে এবং কোনও মামলায় আইনজীবীদের জেরা করার সময়সীমাও নির্ধারণ করতে হবে।
সুভাষ বিজয়রন ভারতীয় ভাষাতে আইনি দস্তাবেজ প্রস্তুত করার পরিবর্তে সহজ-সরল ইংরেজি ভাষায় আইনি দলিল তৈরি করার আর্জি জানিয়েছেন। তিনি আদালতকে জানান, অনেক সুশিক্ষিত ব্যক্তিরাও আদালতের দেওয়ার নির্দেশ, সরকারি আদেশ, বিজ্ঞপ্তি আরজি এবং রায় বুঝতে অসুবিধা বোধ করেন। নিজের এই মন্তব্যের যুক্তিতে তিনি বলেন ইতিমধ্যেই অনেক কমনওয়েলথ দেশে সহজ-সরল ইংরেজি ভাষার প্রচার চলে এবং তা সফল হয়।