দেশ
মহারাষ্ট্র সরকারের মন্ত্রী যশোমতী ঠাকুরকে পুলিশের সঙ্গে মারপিট করার জন্য তিন মাসের কারাদণ্ডের শাস্তি দিল আদালত
টিডিএন বাংলা ডেস্ক: ডিউটি রত পুলিশের সঙ্গে মারপিট করার অপরাধে মহারাষ্ট্র সরকারের মহিলা এবং শিশু কল্যাণ মন্ত্রী যশোমতী ঠাকুরকে তিন মাসের কারাদণ্ডের শাস্তি দিল আদালত। এছাড়া দিতে হবে ১৫ হাজার টাকার জরিমানা। বিগত চার বছর ধরে চলতে থাকা এই মামলায় শেষমেষ রায় ঘোষণা করল অমরাবতী কোর্ট।
৪ বছর আগে যশোমতী ঠাকুর অমরাবতী জেলার অম্বা দেবী মন্দিরের কাছে উল্লাস রৌরালে নামে এক ডিউটি রত পুলিশকর্মীকে মারধর করেন। এই ঘটনায় যশোমতী ঠাকুরসহ তার গাড়ির চালক ও দুজন দলীয় সদস্যের বিরুদ্ধেও অভিযোগ করা হয়। এই ঘটনায় যশোমতী ঠাকুরের গাড়ি চালক ও ওই দুই দলীয় সদস্যকেও দোষী সাব্যস্ত করেছে আদালত। এমনকি এই মামলায় মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য এক পুলিসকর্মীর বিরুদ্ধেও শাস্তি ঘোষণা করেছে অমরাবতী আদালত।