উজ্জয়িনীতে বিষাক্ত মদের শিকার ১৪; গ্রেফতার একডজন অভিযুক্ত
টিডিএন বাংলা ডেস্ক: উত্তরপ্রদেশের উজ্জয়িনীতে গত ৩৬ ঘন্টায় বিষাক্ত মদের শিকার হন ১৪ জন মানুষ। বৃহস্পতিবার সন্ধ্যের পর আরও ৪ জনের মৃত্যু হওয়ার পর মৃতের সংখ্যা বেড়ে এখন ১৪। স্থানীয়দের অভিযোগ, বিষাক্ত মদের এই ব্যবসা বেশ ভালোভাবেই রমরমিয়ে চলছিল উত্তরপ্রদেশের খারাকুয়াঁ থানা এলাকায় প্রশাসনের নাকের নিচ দিয়েই।
বুধবার সকালে প্রথমে যে ৬ জন ব্যক্তির মৃত্যু হয় তারা এই থানা এলাকায় বাসিন্দা। এরপরই শুরু হয় লাগাতার মৃত্যুর ধারা। এই ঘটনার পর ওই থানার ইনচার্জ এবং দুজন কনস্টেবলকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে এই মামলার তদন্তের জন্য স্পেশাল ইনভেস্টিগেশন টিম অর্থাৎ এসআইটি গঠন করা হয়েছে। এখনো পর্যন্ত এই মামলায় প্রায় এক ডজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। যদিও এই ঘটনার সঙ্গে যুক্ত তিনজন মূল অভিযুক্ত এখনো পর্যন্ত অধরা।
পুলিশ সুপার মনোজ কুমার সিংহ জানিয়েছেন জিনজার নামে বিষাক্ত মদ পান করার বিষয়টি সামনে এসেছে। এই ঘটনায় একডজন মানুষকে আটক করা হয়েছে। এই ঘটনায় সিকান্দার, ইউনুস, গব্বর সহ অন্যান্য অভিযুক্তদের খোঁজে রাজস্থান এবং মধ্যপ্রদেশে চিরুনি তল্লাশি করছে পুলিশ।
অপরদিকে, উজ্জয়নের জেলাশাসক আশিস সিং বলেছেন, দোষীদের বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইনের অর্থাৎ এই মেসে অ্যাক্টের আওতায় ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে যে, জিনজার নামে বিক্রি হওয়া ওই বিষাক্ত মদ আসলে এক ধরনের স্পিরিট এবং রাসায়নিক এর সাহায্যে তৈরি হওয়া পদার্থ যা সাধারণত স্যানিটাইজার প্রস্তুত করতে ব্যবহার করা হয়। বৃহস্পতিবার উজ্জাইন এর অতিরিক্ত জেলা শাসক নরেন্দ্র সূর্যবংশীর নেতৃত্বে ওই এলাকার সমস্ত ওষুধের দোকানে অভিযান চালানো হয়। সমস্ত দোকানগুলো থেকে বাজেয়াপ্ত করা হয়েছে স্পিরিট।
উজ্জয়নের অতিরিক্ত পুলিশ সুপার রুপা দ্বিবেদী বলেছেন, এই ঘটনায় যারা মারা গিয়েছেন তাদের বেশিরভাগই বাইরে থেকে শ্রমিকের কাজ করতে এখানে এসেছিলেন। নিহতদের মধ্যে কয়েকজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।