দেশ

ভয় দেখিয়ে বামপন্থীদের কণ্ঠরোধ সম্ভব নয়,মন্তব্য সূর্যকান্ত মিশ্র ও মুহাম্মদ সেলিমের

টিডিএন বাংলা ডেস্ক: সিপিআই(এম)’র রাজ্য সম্পাদক সূর্য মিশ্র আরএসএস-বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভয় দেখিয়ে, আক্রমণ করে বামপন্থীদের কণ্ঠরোধ করা যাবে না। আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াইতে আছি এবং থাকব। সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টার বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করে প্রতিবাদ সংগঠিত করব।

সিপিআই(এম)’র পলিট ব্যুরো সদস্য মহম্মদ সেলিম এদিনই আরেকটি বার্তায় বলেছেন, কমিউনিস্টরা ব্রিটিশদের ষড়যন্ত্র মামলায় ভয় পেয়ে দমে যায়নি। আজকে ব্রিটিশদের দালাল সাভারকারদের দল ক্ষমতায় বসেছে, তাদের মিথ্যা মামলায় ভয় পেতে যাবে কেন? আমরা ব্রিটিশদের লাহোর, কানপুর, আলিপুর ষড়যন্ত্র মামলায় ভয় পাইনি। এরাজ্যে তৃণমূল সরকার প্রায় দশ বছর ধরে মিথ্যা মামলায় নেতা থেকে কর্মীদের জেলে পুরেছে, তাতেও আমাদের দমাতে পারেনি। এখন অমিত শাহের নির্দেশে দিল্লি পুলিশ মামলা সাজিয়েও কমিউনিস্টদের দমন করতে পারবে না।
মহম্মদ সেলিম আরও বলেন, এটা নতুন ঘটনা নয়, এর আগে গুজরাতে, ভীমা কোরেগাঁওতে আমরা এই ধরনের ষড়যন্ত্র দেখেছি। নিজেরা দাঙ্গা করে প্রতিবাদীদের ধরে জেলে পুরেছে মিথ্যা মামলায়। গত ফেব্রুয়ারিতে দিল্লিতে ৫৬ জন মারা গেছেন। গোলি মারো শালেকো বলেছিলেন বিজেপি’র মন্ত্রীরা, উসকানি দিয়েছেন। হিংসা ছড়িয়েছেন। কিন্তু দিল্লি পুলিশ চুপ করে থেকেছে, যেমন চুপ করে ছিল জেএনইউ’তে ঐশী ঘোষদের ওপরে আক্রমণের সময়েও। এখন তারা সীতারাম ইয়েচুরি সহ বিশিষ্টদের বিরুদ্ধে মামলা করেছে। সেলিম বলেন, জিডিপি তলানিতে, কোভিডে মানুষকে বাঁচাতে ব্যর্থ সরকার। কদিন আর রিয়া-সুশান্ত-কঙ্গনাকে দিয়ে মানুষের নজর ঘুরিয়ে রাখবে! এই জন্যই মিথ্যা মামলার দরকার হয়ে পড়েছে। এটা জরুরি অবস্থার থেকেও ভয়ঙ্কর অবস্থা। যারা দেশকে লুট করছে, তারাই ঝুটের আশ্রয় নিচ্ছে। ফ্যাসিবাদীদের বিকট রূপ দেখা যাচ্ছে। ওরা ভাগ করতে চাইছে ধর্মের নামে। তার বিরুদ্ধে মানুষকে এককাট্টা করতে হবে।

Related Articles

Back to top button
error: