দেশ

“আমরা কি পুলিশ শাসিত রাজ্যের দিকে এগোচ্ছি?”ছাত্রনেতা ওমর খালিদের গ্রেপ্তারের পর মন্তব্য করলেন এসআইওর সভাপতি লাবিদ সাফি

টিডিএন বাংলা ডেস্ক: ফের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ। অভিযোগ দিল্লি দাঙ্গার সঙ্গে প্রত্যক্ষ যোগাসাযোগ ছিল ওমর খালিদের। রবিবার, গভীর রাতে তাঁকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের তরফে বলা হয়েছে, হিংসার ঘটনায় উমর খালিদ ছিলেন অন্যতম ষড়যন্ত্রকারী। অন্যতম অভিযুক্ত আম আদমি পার্টির কাউন্সিলর তাহির হুসেনের সঙ্গে প্রত্যক্ষ যোগ ছিল উমর খালিদের। দু’জনে মিলে শলাপরামর্শ করে হিংসাকে আরও বাড়াতে ভূমিকা নিয়েছিল।

এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া। ওই সংগঠনের সভাপতি লাবিদ শাফি পুলিশের এহেন পদক্ষেপের পর প্রশ্ন তুলেছেন,”আমরা কি পুলিশ শাসিত রাজ্যের দিকে অগ্রসর হচ্ছি?”সোশ্যাল মিডিয়ায় তিনি এ বিষয়ে তার মন্তব্য পোষণ করে লেখেন,”দিল্লি পুলিশের স্পেশাল সেল উমর খালিদকে গ্রেপ্তার করেছে। বর্তমান করোনা সংক্রামিত বিশ্বে মতবিরোধকে শেষ করে ফেলা খুবই সহজ। পুলিশকে আজকের সিএএ বিরোধীদের অপরাধী বানাতে দেবেন না। এটা একটা স্পষ্ট নিশানা, হেনস্থা, নৃশংসতা, গ্রেপ্তার, আটক ও ভয় দেখানোর উদাহরণ। এটা একেবারে স্পষ্ট যে আমরা একটি পুলিশ শাসিত রাজ্যের দিকে এগিয়ে চলেছি? ধরনের ভুলভাল অভিযোগ প্রত্যাহার করা উচিত এবং যাদেরকে এধরনের সাজানো অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে রাখা হয়েছে তাদের সত্ত মুক্ত করা উচিত।#স্ট্যান্ড উইথ উমর খালিদ”।

Related Articles

Back to top button
error: