টিডিএন বাংলা ডেস্ক: রবিবার গভীর রাতে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা ওমর খালিদকে দিল্লি দাঙ্গা মামলায় যোগাযোগের অভিযোগে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ। তারপর থেকেই বিশ্বের বিভিন্ন পেশার বিভিন্ন মানুষ দিল্লি পুলিশের এই পদক্ষেপের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। হ্যাশট্যাগ স্ট্যান্ড উইথ উমার খালিদ ট্রেন্ড সমর্থন করে লেখিকা নাতাশা ভাদয়ার তুলে ধরেছেন একসময়ের ছাত্রনেতা আমার খালিদের একটি ভাষণের কয়েকটি লাইন। যেখানে ওমর খালিদ বলেছেন,”আমরা ঘৃণার জবাব ভালোবাসা দিয়ে দেব। যখন তারা আমাদের মারার হুমকি দেবে তখন আমরা তিরঙ্গা হাতে তুলে নেব। যদি তারা গুলি চালান তাহলে আমরা সংবিধান হাতে নিয়ে আমাদের স্বর জোরালো করব। যদি আমাদের জেলে পাঠানো হয় তাহলে আমরা হাসিমুখে সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা গাইতে গাইতে জেলে চলে যাব। কিন্তু এই দেশকে আপনাদের ধ্বংস করতে দেব না।”