“উমর খালিদ সব সময় অহিংসা এবং গান্ধীর কথা বলেছেন”; দিল্লি পুলিশের অভিযোগের বিরোধিতা করে মন্তব্য করলেন সমাজকর্মী হর্ষ মন্দার
টিডিএন বাংলা ডেস্ক: রবিবার গভীর রাতে জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নেতা ওমর খালিদকে দানবীয় ইউএপিএ অ্যাক্টের আওতায় দিল্লি দাঙ্গা মামলায় সরাসরি যোগাসাযোগের অভিযোগে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বহু মানুষ। টুইটারে উমর খালিদের সত্তর মুক্তির দাবিতে শুরু করা হয়েছে হ্যাশট্যাগ স্ট্যান্ড উইথ উমর খালিদ ট্রেন্ড। এবার ওই ট্রেনটি নিজের মন্তব্য প্রকাশ করলেন বিশিষ্ট সমাজকর্মী হর্ষ মন্দার। উমর খালিদকে গ্রেপ্তারের প্রতিবাদে তিনি তাঁর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে লেখেন,”তিনি এই দেশের এমন একজন আদর্শবাদী, প্রগতিশীল এবং সাহসী যুবক ছিলেন যার ওপর গর্ব হওয়া উচিত। আমরা একসাথে সিএএ আইনের বিরুদ্ধে কথা বলেছি: তিনি সব সময় অহিংসা এবং গান্ধীর কথা বলেছেন। আজ চক্রান্ত করে সাজানো অভিযোগের ভিত্তিতে দানবিক ইউএপিএ অ্যাক্টের আওতায় গ্রেফতার করা হয়েছে তাঁকে। আমার দেশ, সোচ্চার হও।”