টিডিএন বাংলা ডেস্ক: মেয়ের বিয়ের বয়স বৃদ্ধি নিয়ে দেশজুড়ে চর্চার মাঝেই এবার বিয়ের বয়স না বাড়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ জানাল মুসলিম লীগের মহিলা শাখা। প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখে মেয়েদের বিয়ের বয়স ২১ না করতে আহবান জানান কেরলের মুসলিম লিগের মহিলা শাখা ইন্ডিয়ান ওমেন মুসলিম লিগের সাধারণ সম্পাদক পি কে নুরবিনা রশিদ। তিনি জানিয়েছেন, মেয়েদের বিয়ের বয়স বৃদ্ধি করলে সমাজে অনাচার, অবৈধ সম্পর্ক, লিভ টুগেদার বৃদ্ধি হবে। তার কথায়, দেশে এখন ৩০ শতাংশের বেশি মেয়ের বিয়ে হয় ১৮ বছরের আগে। তাই শুধু আইন করেই এই সমস্যার সমাধান করা হবে না।