দেশ

হিজাব ছাড়তে অস্বীকার করায় হিন্দি নিউজ পোর্টালে চাকরি পেলেন না তরুণী!

টিডিএন বাংলা ডেস্ক: রীতিমতো ইন্টারভিউ পর্বে পাশ করে সংবাদ সঞ্চালিকা হিসাবে নির্বাচিত হবার পরেও চাকরি পেলেন না তরুণী। তার কারণ তিনি হিজাব খুলতে অস্বীকার করেছেন। আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের ছাত্রী গাজালা আহমেদের সঙ্গে ঘটেছে এমনই এক অদ্ভুত ঘটনা। নিজের এই ঘটনার কথা তিনি টুইটারে লিখে জানিয়েছেন।

সম্প্রতি গাজালা আহমেদ নামে ওই ছাত্রী জানিয়েছেন, টেলিফোনিক ইন্টারভিউ পর্বের শেষে তাঁর হিজাব পড়ার কথা শুনে তাঁকে বাতিল করে দে দিল্লিভিত্তিক একটি হিন্দি নিউজ পোর্টাল। তিনি ওই সংস্থাকে জানিয়েছিলেন যে, তিনি হিজাব পরেই কাজ করেছেন নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভি, টিসিএন লাইভ ইত্যাদি সংস্থায়। সেখানে কেউই হিজাব খোলার কথা বলেননি। অথচ হিন্দি নিউজ চ্যানেল জানিয়ে দিল হিজাব খুলতে হবে নচেৎ চাকরি পাবে না। এই হল ‘হিন্দুস্তান’।

গাজালা লিখেন যে ওই পর্টালের তরফ থেকে বলা হয়, কোনও অ্যাঙ্কারই হিজাব পরে না। তাহলে সে কেন পরবে। গাজালা বোঝানোর চেষ্টা করেন, নতুন ঘরানার অ্যাঙ্কারিংয়ে অসুবিধা কোথায়। 

Related Articles

Back to top button
error: