দেশ

‘আত্মনির্ভর’ ভারতের বদলে ‘আত্মসমর্পণ’ ভারতের অনুসরণ করছে মোদী সরকার: সীতারাম ইয়েচুরি

টিডিএন বাংলা ডেস্ক: সিপিআই (এম) এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি কেন্দ্রের বিজেপি সরকারকে সমালোচনা করে লিখেছেন, সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলোকে তথা সার্বজনিক ক্ষেত্রগুলোতে প্রাইভেটাইজ করে আত্মনির্ভর ভারতের বদলে আত্মসর্মপণ ভারতের নীতি অনুসরণ করছে সরকার। ইয়েচুরি কেন্দ্র সরকারের বিরুদ্ধে কঠিন আইন আরোপ করে দেশদ্রোহের অভিযোগ করেছেন। পাশাপাশি বিরোধী রাজনৈতিক দল এর আওয়াজ দমিয়ে দেওয়ার প্রচেষ্টা করার অভিযোগও করেছেন কেন্দ্রের বিরুদ্ধে।

শুক্রবার, সিপিআই (এম) রাজ্য কমিটির ডিজিটালি-অনুষ্ঠিত বৈঠকে ভাষণ দিতে গিয়ে ইয়েচুরি বলেছিলেন যে, আসন্ন সংসদ অধিবেশনে “জনগণের গণতান্ত্রিক অধিকার দমন করতে পারে এমন কিছু অধ্যাদেশ পাস করার আহ্বান জানানো হয়েছে।” এর পাশাপাশি নরেন্দ্র মোদি সরকারের বিদেশ নীতির সমালোচনা করে ইয়েচুরি চীনের সাথে চলতে থাকা ভারতের সীমান্ত সংকট এর ক্ষেত্রে শান্তিপূর্ণ বার্তার গুরুত্বের উপর জোর দেন।

ইয়েচুরি আরো বলেন,প্রত্যেকটি সাংবিধানিক অধিকারের ওপর হামলা করা হচ্ছে। দেশের মানুষের স্বাধীনতাকে উপেক্ষা করা হচ্ছে। তিনি আরো বলেন,”গণতান্ত্রিক অধিকার এবং নাগরিক স্বাধীনতায় হামলা চলছে এবং সরকারের বিরুদ্ধে বিরোধী বা মতবিরোধের যে কোনও ধরনের মতপ্রকাশকে দেশবিরোধী বলা হচ্ছে এবং ইউএপিএ-র মতো আইনে মামলা দায়ের করা হচ্ছে।”

Related Articles

Back to top button
error: