দেশ

ভারতীয় সেনার মানবিকতার পরিচয়; রাস্তা হারিয়ে ফেলা চীনা নাগরিককে সাহায্য করল সেনা

টিডিএন বাংলা ডেস্ক: একদিকে যখন লাগাতার ভারত-চীন সীমান্ত নিয়ে বিবাদ লেগেই রয়েছে সেই সময় এক অপূর্ব মানবিকতার নিদর্শন দিল ভারতীয় সেনা। উত্তর সিকিমের প্রায় ১৭,৫০০ ফুট উচ্চতায় প্লাটেউর রাস্তায় পথ হারিয়ে ফেলা চীনা নাগরিকের উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিলো ভারতীয় সেনা।

চলতি মাসের ৩ সেপ্টেম্বর এই ঘটনাটি ঘটে। ভারতীয় সৈনিকরা যখন জানতে পারেন যে ভয়ানক ঠান্ডায় তিনজন চীনা নাগরিক রাস্তা হারিয়ে ফেলে আটকে পড়েছেন তখন তাঁদের সহায়তায় তৎপর হয়ে ঘটনাস্থলে পৌঁছান তাঁরা। ওই চীনা নাগরিকদের মধ্যে দুজন পুরুষ এবং একজন মহিলা ছিলেন। সেনার পক্ষ থেকে তৎক্ষণাৎ ওই তিন চীনা নাগরিককে অক্সিজেন সরবরাহ করা হয় এবং তাঁদের গরম কাপড় ও খাবার দেওয়া হয়। শুধু তাই নয়, এর পাশাপাশি ওই তিন চীনা নাগরিক কে তাদের গন্তব্যস্থলে পৌঁছে যাওয়ার জন্য সহায়তা করে ভারতীয় সেনা। চিনা সেনাবাহিনীর পক্ষ থেকে ভারতীয় সেনার এই সহায়তা এবং মানবিক আচরণের জন্য ধন্যবাদ জানানো হয়েছে।

এদিকে একদিকে যখন ভারতীয় সেনা চিনি নাগরিকদের সহায়তা করছেন ঠিক সেই সময় চীনের বিরুদ্ধে অরুণাচলের ৫ নাগরিককে অপহরণ করে নেওয়ার অভিযোগ সামনে এসেছে। অরুণাচল প্রদেশের কংগ্রেস বিধায়ক নিনং এরিংয়ের দাবি সিরাজের পাঁচ নাগরিককে অপহরণ করেছে চীনের সেনাবাহিনী।

Related Articles

Back to top button
error: