দেশ

ওঁরা ডিজলাইক, কমেন্টের অপশন বন্ধ করতে পারেন কিন্তু আপনাদের আওয়াজ নয়; ফের একবার মোদি সরকারকে কটাক্ষ করলেন রাহুল গান্ধী

টিডিএন বাংলা ডেস্ক: একের পর এক বিষয়কে হাতিয়ার করে টুইটারে লাগাতার মোদি সরকারের বিরুদ্ধে সমালোচনার ঝড় তুলেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। এবার নরেন্দ্র মোদির “মন কি বাত” অনুষ্ঠানের ইউটিউবে আপলোড করা ভিডিওতে লাইক এবং কমেন্ট করার অপশন বন্ধ করে দেওয়া নিয়ে মোদি সরকারকে কটাক্ষ করলেন রাহুল গান্ধী। একটি টুইট করে রাহুল গান্ধী লেখেন,”ওরা ডিজলাইক, কমেন্ট বন্ধ করতে পারেন, কিন্তু আপনাদের আওয়াজ নয়। আমরা আপনাদের আওয়াজ দুনিয়ার সামনে প্রকাশ করতে থাকবো।”

প্রসঙ্গত, গত রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির “মন কি বাত” অনুষ্ঠানের ভাষণ এর একটি ভিডিও বিজেপির ইউটিউব পেজে আপলোড করা হয়। পাশাপাশি ওই ভিডিওটি পিএমও ইন্ডিয়ার ইউটিউব পেজ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিশিয়াল ইউটিউব পেজে আপলোড করা হয়। এই সমস্ত পেজে নরেন্দ্র মোদির গত রবিবারের ভাষণের ওই ভিডিওতে লাইকি থেকে ডিজলাইক এর সংখ্যা বেশি দেখা যায়। ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই ডিসলাইকের বন্যা বয়ে যায়।

মনে করা হচ্ছে যে এই ডিজলাইক এর পেছনে মূলত রয়েছে নিট এবং জেইই পরীক্ষা স্থগিত না করার সিদ্ধান্ত। গত রবিবারের ভাষণের ওই ভিডিও আপলোড হতে এত পরিমাণে ডিজলাইক আসতে থাকে যে বাধ্য হয়ে বিজেপির অফিশিয়াল ইউটিউব পেজ এবং পিএমও ইন্ডিয়া ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিশিয়াল ইউটিউব পেজে লাইক, ডিসলাইক এবং কমেন্ট করার অপশন বন্ধ করে দেওয়া হয়। এর সাথেই এখনো পর্যন্ত কত লাইক বা ডিজলাইক পেয়েছে ওই ভিডিওগুলি তা দেখতে পাওয়ার অপশন বন্ধ করে দেওয়া হয়। এই বিষয় নিয়ে ফের মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন রাহুল গান্ধী।

এর আগে এদিন সকালে, নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর দাবি করেন, দেশজুড়ে চলতে থাকা কোভিড পরিস্থিতি তো শুধুমাত্র অজুহাত, মোদী সরকারের আসল লক্ষ্য সরকারি অফিসগুলি থেকে স্থায়ী পদে কর্মরত কর্মচারীদের হটানো।

এ প্রসঙ্গে শনিবার সকালে একটি হিন্দি পত্রিকায় প্রকাশিত খবর উল্লেখ করে রাহুল গান্ধী টুইট করেছেন,”মোদি সরকারের চিন্তাভাবনা- মিনিমাম গভরমেন্ট ম্যাক্সিমাম প্রাইভেটাইজেশন”। এরপর রাহুল গান্ধী আরও লিখেছেন,”কোভিড তো শুধুমাত্র একটা অজুহাত, সরকারি দফতর গুলোকে স্থায়ী স্টাফ মুক্ত করতে হবে, যুবকদের ভবিষ্যৎ চুরি করতে হবে,’মিত্র’দের আগে এগিয়ে দিতে হবে।”

Related Articles

Back to top button
error: