HighlightNewsরাজ্যশিক্ষা ও স্বাস্থ্য
শিক্ষিকা নেই, অঙ্কের ক্লাস করাচ্ছেন ক্লার্ক! টানাপড়েনের কেন্দ্রে পূর্বস্থলী ২ নম্বর ব্লকের সাবিত্রী বালিকা বিদ্যালয়
টিডিএন বাংলা ডেস্ক: পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ২ নম্বর ব্লকে একমাত্র গার্লস হাইস্কুল সাবিত্রী বালিকা বিদ্যালয়ে গত দেড়বছর ধরে সৃষ্টি হয়েছে শিক্ষিকার অকাল। ছাত্রীদের পড়াচ্ছেন ক্লার্ক। জানা গিয়েছে, গত দেড় বছরে এই স্কুল থেকে ১৭ জন শিক্ষিকা স্বাস্থ্যের কারণ দেখিয়ে বদলি হয়েছেন অন্যত্র। চলে গিয়েছেন একজন ক্লার্ক ও ২ জন গ্রুপ ডি কর্মীও। শিক্ষিকার অভাবে এখন অঙ্কের ক্লাস করান একমাত্র ক্লার্ক। মাধ্যমিক স্তরেও কোনও বিজ্ঞানের শিক্ষিকা নেই। স্কুলের এমন দুর্দশার জন্য শিক্ষা দফতরকেই দায়ী করেছেন প্রধান শিক্ষিকা। যদিও এই বিষয় নিয়ে মুখ খুলতে চাননি জেলা স্কুল পরিদর্শক। অনিদিকে, পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় স্কুলের প্রধান শিক্ষিকাকে পাল্টা আক্রমণ করে বলেছেন, প্রধান শিক্ষিকা রাজনীতি করছেন।