HighlightNewsদেশ

দাউদের নামে হুমকি দেওয়া হচ্ছে, অভিযোগ সমীর ওয়াংখেড়েরঃ আরিয়ান মাদক মামলায় ঘুষের অভিযোগে অভিযুক্ত সমীরের প্রশ্ন- কিছু হলে দায়ী কে?

টিডিএন বাংলা ডেস্কঃ প্রাক্তন এনসিবি জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে বলেছেন, আন্ডারওয়ার্ল্ড ডন দাউ ইব্রাহিমের নামে তাঁকে এবং তাঁর পরিবারকে মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে। ওয়াংখেড়ে মুম্বই পুলিশকে জানিয়েছেন, তিনি একটি জাল টুইটার অ্যাকাউন্ট থেকে হুমকি পেয়েছিলেন। এরপর, ওয়াংখেড়ে মুম্বই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান।

উল্লেখ্য, ওয়াংখেড়ের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিজগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিবিআই। তদন্তকারী সংস্থার মতে, কর্ডেলিয়া ক্রজ মাদক মামলায় শাহরুখ খানের ছেলে আরিয়ানকে মুক্তি দেওয়ার বিনিময়ে সামিন ২৫ কোটি টাকা দাবি করেছিলেন। এই ঘটনায় ওয়াংখেড়ে সহ ৫ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিবিআই। তবে, গ্রেফতারি এড়াতে আদালতের দ্বারস্থ হন ওয়াংখেড়ে। ৮ জুন পর্যন্ত তাঁর গ্রেফতারি স্থগিত করে আদালত।

এর আগে, সিবিআই ২০ মে এবং ২১ মে ১১ ঘন্টা ধরে সমীর ওয়াংখেড়েকে জিজ্ঞাসাবাদ করেছিল। সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিবিআই অফিসে ছিলেন সমীর। ভিতরে যাওয়ার সময় তিনি মিডিয়ার সামনে “সত্যমেব জয়তে” স্লোগান দেন। পরদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। দু’দিনই তাঁকে প্রায় ১১ ঘণ্টা জেরা করা হয়।

Related Articles

Back to top button
error: