দেশ

জ্ঞানবাপিতে থ্রি-ডি ফটোগ্রাফি করছে এএসআই: মুসলিম পক্ষের থেকে চাবি নিয়ে খোলা হয়েছে ব্যাস বেসমেন্ট, যাচাই করা হচ্ছে তিনটি গম্বুজই

টিডিএন বাংলা ডেস্ক: আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই) আজ চতুর্থ দিন জ্ঞানবাপিতে সমীক্ষা করে। রবিবার মুসলিম পক্ষের কাছ থেকে চাবি নিয়ে ব্যাস বেসমেন্টের তালা খোলে এএসআই টিম। পরিষ্কার করিয়ে একটি এগজস্ট লাগানো হয়। এরপর সার্ভে করা হয়।


একইসঙ্গে, জ্ঞানবাপির তিনটি গম্বুজ ও চত্বরের সমীক্ষাও করা হয়। এএসআই ব্যাস বেসমেন্টের পরিমাপ রেকর্ড করে। দেয়ালের থ্রি-ডি ফটোগ্রাফি, স্ক্যান করা হয়। দেয়ালে পাওয়া প্রত্নবস্তুর পয়েন্ট নোট করা হয়। উল্লেখ্য, কানপুর আইআইটির দুই জিপিআর বিশেষজ্ঞও এই সমীক্ষা দলের সঙ্গে ভিতরে যান। দু-একদিনের মধ্যে জিপিআর মেশিন দিয়ে জরিপ শুরু হতে পারে বলে জানা গেছে।

Related Articles

Back to top button
error: