দেশ

ফের ভাসতে চলেছে তিলোত্তমা, ২৭ তারিখ থেকে ভারী বর্ষণের পূর্বাভাস

টিডিএন বাংলা ডেস্ক : উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ। পাশাপাশি তৈরি হয়েছে নিম্নচাপ অক্ষরেখা। যার জেরে দক্ষিণবঙ্গে আগামী দু-তিন দিনের মধ্যে প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়াবিদরা। আবহাওয়াবিদরা জানিয়েছেন, মঙ্গলবার থেকে টানা চারদিন অতি ভারী ও ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়।

আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা বর্তমানে বাংলা-ওড়িষ্যার সীমানা বরাবর উপকূলবর্তী অঞ্চলে অবস্থান করছে। একইসঙ্গে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়ে ঝাড়খন্ড বরাবর এসে মিশেছে। নিম্নচাপ ও নিম্নচাপ অক্ষরেখার সাঁড়াশি চাপে আগামী সপ্তাহ থেকেই দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। ২৭ তারিখ থেকে ৩০ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের একটা বিরাট জায়গা জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

এক নজরে দেখব কোন কোন জেলায় কবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে
২৭ তারিখ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২৮ ও ২৯ তারিখ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি জন্য কমলা সর্তকতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, নদীয়া ও পূর্ব বর্ধমানে।
৩০ তারিখ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির ফলে দক্ষিণবঙ্গের বেশকিছু নদীর জল স্তর বাড়তে পারে। যার ফলে ফের জল জমতে পারে শহর ও গ্রামে।

Related Articles

Back to top button
error: