দেশ

খুব ভুল করেছেন, সময় নষ্ট না করে এখনি এই আইন ফেরত নিন, কৃষকদের এমএসপি সুরক্ষিত করুন; মোদিকে সতর্কবার্তা রাহুলের

টিডিএন বাংলা ডেস্ক: বিতর্কিত ত্রয়ী কৃষি বিল নিয়ে ফের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে সতর্ক করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কৃষকদের দাবি ন্যায্য বলে মন্তব্য করে রাহুল গান্ধী একটি ভিডিওবার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সতর্কবার্তা দিয়ে বলেন, কৃষকরা রাস্তায় নেমে এলে পরিণাম খুবই খারাপ হবে। খুব ভুল করেছেন, সময় নষ্ট না করে এখনি এই আইন ফেরত নিন। কৃষকদের এমএসপি সুরক্ষিত করুন।

লাগাতার কৃষকদের সমর্থনে এবং কৃষি বিলের বিরোধিতায় প্রায় প্রতিদিনই একের পর এক টুইট করে চলেছেন রাহুল গান্ধী। কখনো পাঞ্জাব, বিহার, মহারাষ্ট্র, হরিয়ানার কৃষকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করে তাদের সমস্যার কথা তুলে ধরছেন, তো কখনো বিজেপির বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে কৃষকদের স্বার্থে কংগ্রেসের লড়াইয়ের কথা তুলে ধরে দেশের মানুষকে একজোট হয়ে মোদি সরকারের বিরুদ্ধে লড়ার বার্তা দিয়েছেন। এদিন একটি টুইট করে রাহুল গান্ধী লেখেন,”কৃষকদের দাবি ন্যায্য, দেশের আওয়াজ শুনুন মোদীজি। জয় কিষান, জয় হিন্দুস্তান।”

এই টুইট বার্তা সাথেই ১ মিনিট ১৬ সেকেন্ডের একটি ভিডিও ট্যাগ করেছেন রাহুল গান্ধী। ওই ভিডিওবার্তায় রাহুল গান্ধী অভিযোগ করেছেন দেশের মানুষের ওপর দেশের কৃষকদের ওপর মোদি সরকার লাগাতার আক্রমণ করে চলেছে। কখনো জিএসটি তো, কখনো নোটবন্দি। আর এবার নতুন আইন এনেছে মোদি সরকার। এই আক্রমণের বিরুদ্ধে আমরা একসঙ্গে সম্ভব। এই আইনের বিরুদ্ধে আমরা একসাথে লড়াই করব। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে রাহুল গান্ধী বলেছেন, দেশের কৃষকরা যদি রাস্তায় নেমে আসে তাহলে বড় ক্ষতির সম্মুখীন হতে হবে। আপনি বড় ভুল করেছেন। সময় নষ্ট না করে এই আইন শীঘ্রই ফেরত নিন। কৃষকদের এমএসপির গ্যারেন্টি দিন।”

এই টুইটের আগে অপর একটি টুইটে বিজেপির কৃষক বিরোধী বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে কংগ্রেসের লাগাতার লড়াইয়ের কথা উল্লেখ করে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন,”কৃষকদের ওপর মোদি সরকারের অত্যাচার এবং শোষণের বিরুদ্ধে আসুন একসাথে সরব হই। নিজেদের ভিডিওর মাধ্যমে #পিকআপ ফর ফার্মারস এই মুহিমের সঙ্গে যুক্ত হন।”

Related Articles

Back to top button
error: