দেশ

গরু কাটার অভিযোগে উপজাতীয় খ্রিষ্টানদের জোর করে মাথা কামিয়ে “জয় শ্রী রাম” জপ করতে বাধ্য করা হল

টিডিএন বাংলা ডেস্ক: ২০১৪ সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর থেকে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনা দেশজুড়ে বেড়েই চলেছে। সম্প্রতি ঝাড়খণ্ডের কিছু উপজাতি খ্রিস্টানদের ওপর গরু কাটার মৌখিক অভিযোগের ভিত্তিতে জোর করে আংশিকভাবে মাথা কামিয়ে তাদের জয় শ্রীরাম জপ করতে বাধ্য করা হয়েছে। শনিবার এই চাঞ্চল্যকর ঘটনার কথা প্রকাশিত হয় দ্য টেলিগ্রাফ পত্রিকায়। এই খবর প্রকাশে আসতেই সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি হয়েছে।

ঝাড়খন্ডে সিমদেগা জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট শাম তাবরিজ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন এই ঘটনা ইতিমধ্যেই নজর অভিযুক্তের মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে এছাড়াও এই ঘটনার এফআইআরে আরও ১০ জনেরও বেশি অনামী ব্যক্তিদের নামে অভিযোগ করা হয়েছে।

প্রসঙ্গত, ঝাড়খন্ডে এনিয়ে এখনো পর্যন্ত বাইশটি এ ধরনের ঘটনা ঘটেছে। এর মধ্যে বেশিরভাগই হয়েছে রঘুবর দাসের সময়, অর্থাৎ বিজেপির শাসনকালে। গত ডিসেম্বরে বিজেপি সরকার পড়ে যাবার পর থেকে উল্লেখযোগ্যভাবে এ ধরনের ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অত্যাচার কমে এসেছিল। বর্তমান জেএমএম-আরজেডি এবং কংগ্রেসের মিলিত জোট সরকারে এ ধরনের ঘটনায় এই প্রথমবার ঘটলো।

শনিবার এই ঘটনায় আক্রান্ত হয়েছেন স্থানীয় যাজক রাজা সিং,দীপক, ইমানুয়েল তেতে, সুগাদ ডাং, সুলিন বারলা, সোশান ডাং এবং সেম কিডো। রাজা সিং জানিয়েছেন,”আমরা গরু কাটছি এবং তা বাজারে বিক্রি করছি এই অভিযোগ করে আমাদের ওপর ভয়ংকরভাবে লাঠিপেটা করতে শুরু করে ওরা। আমাদের জোর করে “জয় শ্রীরাম” বলতে বাধ্য করা হয়।আমরা যখন তা করতে অস্বীকার করি তখন আমাদের জুতোর মালা পরিয়ে জোর করে নিকটবর্তী কুমোরটুলিতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে আংশিকভাবে মাথা কামিয়ে দেওয়া হয়।”

Related Articles

Back to top button
error: