দেশ

করোনার জেরে উত্তরপ্রদেশে নিষিদ্ধ হল দুর্গা পূজোর প্যান্ডেল; করা যাবেনা সার্বজনীক আয়োজন

টিডিএন বাংলা ডেস্ক: করোনার সংক্রমণ রুখতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে উত্তরপ্রদেশে বারোয়ারি ভাবে দুর্গা পুজোর আয়োজন অর্থাৎ প্যান্ডেল তৈরি করার ক্ষেত্রে নিষেধ জারি করা হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে রাস্তার ওপর কোনো ধরনের সার্বজনীক আয়োজন করা যাবে না এ বছর। তবে নিজেদের ঘরে চাইলে দুর্গা পুজো করা যেতে পারে। সোমবার এমনটাই সিদ্ধান্ত গ্রহণ করেছে উত্তরপ্রদেশের যোগী সরকার।

এর আগে,উত্তর প্রদেশে করোনার সংক্রমণের জেরে মহরমের তাজিয়া বের করার ক্ষেত্রেও নিষিদ্ধতা জারি করা হয়েছিল। এদিকে উত্তর প্রদেশে লাগাতার বেড়েই চলেছে করোনার সংক্রমণ। প্রতিদিন তিন থেকে চার হাজার মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছেন। তাই দুর্গাপূজা উপলক্ষে সার্বজনীক আয়োজনে বেশি করে মানুষ করোনায় আক্রান্ত হবেন, এই আশঙ্কায় এবছর দুর্গাপুজোর সর্বজনীন আয়োজন অর্থাৎ প্যান্ডেল করে রাস্তার ওপর দুর্গা পুজো করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে উত্তরপ্রদেশ সরকার।

Related Articles

Back to top button
error: