দেশ

কৃষি বিলের বিরোধিতায় ইন্ডিয়া গেটের সামনে আগুন লাগিয়ে দেওয়া হল ট্র্যাক্টরে; সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

টিডিএন বাংলা ডেস্ক: দেশজুড়ে কৃষক বিদ্রোহের মধ্যেই গতকাল তিনটি কৃষি বিলই স্বাক্ষর করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এই ঘটনার প্রতিবাদে সোমবার সকালে ইন্ডিয়া গেটের সামনে আগুন জ্বালিয়ে দেওয়া হল একটির ট্রাক্টরে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ট্রাকে করে ট্রাক্টর নিয়ে এসে ইন্ডিয়া গেটের সামনে থেকে ট্রাক্টরটি ফেলে দিয়ে তাতে আগুন লাগিয়ে দিচ্ছেন জনা পনেরো-কুড়ি মানুষ। এরপর শহীদ ভগৎ সিং এর নামে স্লোগান দিচ্ছেন।

দমকল সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল সাতটা বিয়াল্লিশ নাগাদ এই ঘটনার কথা জানতে পেরে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে নেভানো হয় আগুন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৫ থেকে কুড়ি জন লোক একটি ট্রাকে করে ট্রাক্টর নিয়ে ইন্ডিয়া গেটের সামনে সোমবার সকাল ৭:১৫-৭:৩০ নাগাদ হাজির হয়। এরপর ওই ট্রাক্টরের আগুন লাগিয়ে দেওয়ার প্রচেষ্টা করে। নিউদিল্লি পুলিশের ডেপুটি কমিশনার এইশ সিংহল বলেছেন, “এই ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। অভিযুক্ত ব্যক্তিদের পরিচয় জানতে জোর দেওয়া হচ্ছে।”

পুলিশের অভিযোগ সোমবার সকালে কিছু ব্যক্তি কংগ্রেসের পক্ষে স্লোগান দিচ্ছিল। এই ঘটনার সঙ্গে জড়িত ৫ ব্যক্তিকে ইতিমধ্যেই শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, পাঞ্জাব ইয়ুথ কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনার লাইভ স্ট্রিমিং করা হয়েছে তাদের ফেসবুক পেজে। এর আগে, ২০ সেপ্টেম্বর পাঞ্জাব ইয়ুথ কংগ্রেসের পক্ষ থেকে হরিয়ানার আম্বালায় একটি ট্রাকটারের আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল।

এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রীর প্রকাশ জাভড়েকর এবং কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার। এই ভিডিওটিট্যাগ করে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার লিখেছেন,”এই ঘটনা কৃষক এবং ভগৎ সিং উভয়ের ক্ষেত্রেই অপমানজনক।”

https://twitter.com/nstomar/status/1310454761448042496?s=20

Related Articles

Back to top button
error: