দেশ

বাড়তে পারে রেলের ভাড়া! নয়া সিদ্ধান্ত রেলের, টিকিটে যুক্ত হতে পারে ইউজার ডেভলপমেন্ট ফি

টিডিএন বাংলা ডেস্ক: বাড়তে পারে রেলের ভাড়া। এবার থেকে টিকিটের ওপর ইউজার ডেভলপমেন্ট ফি চাপানো কথা ভাবছে রেল। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, আগামী মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে রেলের এই ভাবনার উপর সীলমোহর বসাতে পারে কেন্দ্র। এই টাকা আদায় করা হবে যাত্রীদের কাছ থেকে। যার ফলে ভাড়া বাড়তে পারে দূরপাল্লা ট্রেনের স্লিপার ক্লাস ও এসির টিকিটের। ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এই ফি পাঁচ রকমের হতে পারে। তবে, জানা গেছে, এসির যাত্রীদের বেশি এবং স্লিপার ক্লাসের যাত্রীদের কম ফি দিতে হবে। পাশাপাশি, প্রাইভেট স্টেশনে যাত্রীদের জন্যও ফি লাগু হবে। জানা গেছে, এসি যাত্রীদের জন্য সর্বোচ্চ ৩৫ থেকে ৪০ টাকা বাড়তে পারে ভাড়া। স্লিপার ক্লাসের টিকিটে বাড়তে পারে ১০ টাকা।

Related Articles

Back to top button
error: