দেশ

কংগ্রেস শাসিত রাজ্যে নতুন কৃষি আইন এড়িয়ে চলার উপদেশ দিলেন সোনিয়া গান্ধী

টিডিএন বাংলা ডেস্ক: রবিবার রাতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের স্বাক্ষরের পর তিনটি বিতর্কিত কৃষি বিল এখন আইনে পরিণত হয়েছে।তবে কংগ্রেস শাসিত রাজ্য গুলিতে এই আইন এড়িয়ে চলার উপদেশ দিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। সোমবার কংগ্রেসের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে,”সোনিয়া গান্ধী দেশের কংগ্রেস শাসিত 
রাজ্যগুলিকে সংবিধানের ২৫৪(২) ধারা অনুযায়ী নতুন কৃষি আইন আনার চিন্তাভাবনা করতে বলেছেন যাতে কেন্দ্রের কৃষি আইন এড়িয়ে চলা যায়। রাজ্য যদি আইন তৈরি করে তাহলে কেন্দ্রীয় ৩ কৃষি আইনকে এড়িয়ে চলা যাবে। এতে মোদী সরকার দেশের কৃষকদের প্রতি যে অবিচার করেছে তা থেকে মুক্তি মিলবে।”

পাঞ্জাব হরিয়ানা হাত ধরে শুরু হওয়া কৃষক আন্দোলনের আগুন এবার পৌঁছেছে কর্নাটকেও। ডিসির একশরও বেশি কৃষক সংগঠনগুলির সদ্য পাস হওয়া কৃষি আইনের বিরোধিতা করছে। সোমবারই কৃষকদের বিক্ষোভে সামিল হোন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। অনশনে বসেন তিনি।

সংসদের উচ্চ ও নিম্ন কক্ষে শুরু হওয়া বিরোধিতা এখন দেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রের কৃষি আইন এর বিরোধিতায় কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে সোনিয়া গান্ধীর এড়িয়ে চলার এই উপদেশ কার্যকর করতে গেলে সেখানে রাষ্ট্রপতি স্বাক্ষরের প্রয়োজন হবে। তবে আগে কৃষি বিলে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেক্ষেত্রে কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে অর্থাৎ ইতিমধ্যেই তৈরি হয়ে যাওয়া আইনের বিরুদ্ধে নতুন কৃষি আইনে রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন কিনা সেটাই এখন প্রশ্নের বিষয়। যদিও এধরনের ঘটনা এর আগেও ঘটেছে।

এদিকে, কৃষি বিলের বিরুদ্ধে রাজ্যসভায় সরব হতে গিয়ে পাল্টা নিয়ম ভঙ্গের অভিযোগে সাসপেন্ড হয়েছেন আজ বিরোধী সাংসদ। এমনকি কৃষি বিলের বিরোধিতা করতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন হরসিমরত কৌর বাদল। বহু দিনের সঙ্গী বিজেপির সঙ্গ ত্যাগ করে এনডিএর সঙ্গে জোট ভেঙেছে পাঞ্জাবের শিরোমনি অকালি দল। পাঞ্জাবে তিনদিনের রেল রোকো আন্দোলন এবং পরে ভারত বন্ধও হয়েছে। প্রতিদিনই কৃষকরা রাস্তায় নেমে এই নতুন কৃষি আইনের বিরোধিতা জানাচ্ছেন।

Related Articles

Back to top button
error: