দেশ

বিনামূল্যে গ্যাসের সিলিন্ডার পেতে চান? হাতে মাত্র তিন দিন, চটজলদি দেখে নিন উপায়গুলি

টিডিএন বাংলা ডেস্ক: এই চড়া মূল্যের বাজারে বিনামূল্যে গ্যাসের সিলিন্ডার এবং কানেকশন পেতে চান? অবাক হবার কিছু নেই। কেন্দ্র সরকারের পক্ষ থেকে পেয়ে যেতে পারেন বিনামূল্যে গ্যাস সিলিন্ডার। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে দেশের প্রতিটি বিপিএল পরিবারের সদস্যরা পেয়ে যেতে পারেন বিনামূল্যে গ্যাসের সিলিন্ডার। তবে এর জন্য আপনাকে খুব শীঘ্রই নির্দিষ্ট ওয়েবসাইট থেকে ফরম ডাউনলোড করে জমা দিতে হবে নিকটবর্তী এলপিজি কেন্দ্রে। হাতে মাত্র তিন দিন। কারণ, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্তই থাকবে এই সুবিধা।
করোনা পরিস্থিতির কারণে এই যোজনায় অন্তর্ভুক্ত হবার শেষ হবার শেষ তারিখ এপ্রিল মাস থেকে বাড়িয়ে সেপ্টেম্বর করা হয়েছিল।

এই যোজনায় অন্তর্ভুক্ত হতে গেলে, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ওয়েবসাইট pmujjwalayojana.com এ ঢুকতে হবে। এরপর ওই ওয়েবসাইট থেকে নির্দিষ্ট ফর্ম ডাউনলোড করে নিজের নাম তারিখ সহ অন্যান্য যাবতীয় প্রয়োজনীয় তথ্যের হদিশ দিতে হবে। এরপর ওই ফোন নিজের নিকটবর্তী যেকোনো এলপিজি কেন্দ্রে জমা করে দিতে হবে। সাথী জমা করতে হবে সমস্ত প্রয়োজনীয় নথি। এরপর আপনার জমা করা নথিগুলির ভেরিফিকেশন পর্ব শেষ হয়ে গেলেই সরকারের পক্ষ থেকে আপনাকে দেওয়া হবে বিনামূল্যে এলপিজি সিলিন্ডার কানেকশন। ২০১১ সালের জনগণনা অনুযায়ী যারা বিপিএল পরিবারের সদস্য হিসেবে নথিভুক্ত রয়েছেন তারা সবাই এই যোজনায় অন্তর্ভুক্ত হতে পারেন।

Related Articles

Back to top button
error: