টিডিএন বাংলা ডেস্ক: করোনা পরিস্থিতির জন্য যে সমস্ত ঋণগ্রহীতা ঋণ মেটাতে পারছেননা তাদের ঋণ মেটাবার জন্য সর্বাধিক কতটা সময় দেওয়া হবে তা নিয়ে ১ অক্টোবরের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে কেন্দ্রকে। পাশাপাশি এই সময়ের মধ্যে কোনো সুদ দিতে হবে কিনা তাও জানতে হবে কেন্দ্রকে। এমনটাই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পক্ষ থেকে কেন্দ্রকে এদিন এক সপ্তাহের সময় দেওয়া হয়েছে। এই এক সপ্তাহের মধ্যেই কেন্দ্রকে ঋণ মেটাবার স্থগিতাদেশ, সুদ মুকুব, বিভিন্ন বিভাগ ভিত্তিক ছাড় এবং মেহরশি কমিটির সুপারিশের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। ১ অক্টোবরের মধ্যেই কেন্দ্রকে শীর্ষ আদালতে হলফনামা দাখিল করে জানতে হবে এই বিষয়গুলি