আরো একটা নমস্তে ট্রাম্প করুন, করোনা তথ্য গোপন নিয়ে ট্রাম্পের মন্তব্যের পরেই মোদীকে খোঁচা চিদম্বরমের

Pic Courtesy: The Week

টিডিএন বাংলা ডেস্ক: আরো একটা নমস্তে ট্রাম্প করুন। করোনা তথ্য গোপন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোঁচা দিলেন কংগ্রেস নেতা পি চিদম্বরম। ট্যুইটে তিনি বলেন, ‘‘ডোনাল্ড ট্রাম্প রাশিয়া এবং চিনের সঙ্গে ভারতকে এক সারিতে রেখে এই তিন দেশ করোনা সংক্রান্ত তথ্য গোপন রাখছে বলে অভিযোগ করেছেন। তিনি এই তিন দেশকেই বায়ুদূষণের জন্য দায়ী করছেন। মোদী কি তাঁর বন্ধুকে সম্মান জানাতে আরও একটি নমস্তে ট্রাম্প র‌্যালির আয়োজন করবেন?’’ উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী জো বিডেনের সাথে এক বিতর্ক সভায় ট্রাম্প বলেন, আপনি যখন সংখ্যা নিয়ে কথা বলছেন তা হলে বলি আপনি জানেনই না চিনে কত মানুষ মারা গিয়েছেন। আপনি জানেন না, ভারতে কত জন মারা গিয়েছেন। তারা কেউই সঠিক তথ্য দেয় না।