দেশ

হাথরাস সহ উত্তরপ্রদেশের মহিলাদের উপর অত্যাচারের বিরুদ্ধে মোমবাতি মিছিলের আহ্বান জানালেন জিগ্নেশ মেভানি

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা: উত্তরপ্রদেশে একের পর এক মহিলাদের বিরুদ্ধে অপরাধ মূলক ঘটনার নিদর্শন পাওয়া যাচ্ছে। লাগাতার উত্তর প্রদেশের বিভিন্ন জায়গা থেকে কখনো ৪ বছরের কখনো ১৪ বছরের তো কখনো ১৯ বছরের শিশু এবং যুবতীরা ধর্ষণের এবং অত্যাচারের শিকার হচ্ছেন। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে প্রথমে হাথরাস, তারপর বলরামপুর, আজমগড় এবং বুলন্দশহরে একের পর এক নৃশংসতার ঘটনা প্রকাশ্যে আসছে। লাগাতার মহিলাদের বিরুদ্ধে এহেন অপরাধমূলক ঘটনাগুলি উত্তর প্রদেশের মহিলাদের নিরাপত্তা বিষয়ে একটি বড় প্রশ্ন চিহ্ন তৈরি করেছে। এই প্রসঙ্গে বিরোধীরা ইতিমধ্যে যোগী সরকার তথা বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন। এবার উত্তরপ্রদেশের মহিলাদের বিরুদ্ধে হওয়া অন্যায়ের অত্যাচারের বিরুদ্ধে মোমবাতি মিছিলের আহ্বান জানালেন গুজরাটের ভাডগাম বিধানসভা এলাকার স্বতন্ত্র বিধায়ক জিগনেশ মেভানি। এ বিষয়ে একটি টুইট করে তিনি লেখেন,”হাথরাস সহ উত্তরপ্রদেশের মহিলাদের সাথে হওয়া অত্যাচারের বিরোধে মোমবাতি মিছিল। দিন: ২ অক্টোবর, সন্ধ্যা ৫ টা। স্থান: মানসিংহ রোড, ইন্ডিয়া গেট।”

Related Articles

Back to top button
error: