দেশ

ধর্ষণের অভিযোগ আড়ালের চেষ্টা? বিস্ফোরক অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে

টিডিএন বাংলা ডেস্ক : বিতর্ক যেন তার ছায়াসঙ্গী। কখনও বাংলা ভাগের অভিযোগ। আবার কখনও সরকারি জমিতে নির্মাণ কাজ চালানোর। এবার তার বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ। আদিবাসী তরুণীর ধর্ষণ কাণ্ড চাপা দিতে স্থানীয় ব্যবসায়ীর কাছ থেকে ৫০ লাখ টাকা নেয়ার অভিযোগ উঠল বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয়মন্ত্রী জন বারলার বিরুদ্ধে। এই ইস্যুকে সামনে পেয়ে কোমর কষে নেমেছে তৃণমূল।

আলিপুরদুয়ারের দলীয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে ওই টাকা লেনদেন সংক্রান্ত একটি অডিও বার্তা প্রকাশ্যে আনা হয়। অডিওটি জনসমক্ষে আনেন বিজেপি প্রাক্তন জেলা সভাপতি তথা বর্তমান জেলা তৃণমূলের অন্যতম নেতা গঙ্গাপ্রসাদ শর্মা। সেখানে নির্যাতিতার আত্মীয়র সঙ্গে অভিযুক্ত ব্যবসায়ী জয়চাঁদ আগারওয়ালের কথাবার্তা শোনা যায়। ওই কথোপকথনে জয়চাঁদ ঘটনা ধামাচাপা দিতে জন বারলাকে ৫০ লক্ষ টাকা দেওয়ার কথা উল্লেখ করেছেন। তবে সেই অডিও টেপের সত্যতা যাচাই করে দেখেনি TDN Bangla.

নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ১৪ বছর ধরে তরুণী অভিযুক্তর বাড়িতে পরিচারিকার কাজ করতেন। অভাবের সুযোগ নিয়ে দিনের পর দিন যৌন নির্যাতন চালানো হতো তার ওপর। দীর্ঘদিন সহ্য করার পর অবশেষে মুখ খোলার সিদ্ধান্ত। জেলার পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানিয়েছেন, তদন্তের স্বার্থে সাংসদকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

অন্যদিকে বিজেপির দাবি, অডিওতে জন বারলার আমরা কোনও কন্ঠস্বর নেই। অভিযোগকারীর আত্মীয় ও ব্যবসায়ীর কণ্ঠস্বর শোনা গিয়েছে। রাজনৈতিক স্বার্থে মন্ত্রীকে কলুষিত করতে অপপ্রচার চালাচ্ছে তৃণমূল। আমরা রাজনৈতিকভাবেই মোকাবেলা করবো।

Related Articles

Back to top button
error: