দেশ

নির্বাচনী বন্ডের দুই-তৃতীয়াংশ টাকাই BJP’র তহবিলে!

টিডিএন বাংলা ডেস্ক : নির্বাচন এলেই বিভিন্ন দলের মধ্যে নির্বাচনী বন্ডের মাধ্যমে টাকা তোলার হিড়িক পড়ে যায়। এবার নির্বাচনী বন্ডে টাকা তোলার অঙ্কে সমস্ত দলকে পেছনে ফেলে দিয়েছে বিজেপি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে ২০১৯-২০ অর্থবর্ষে ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে মোট ৩,৪৩৫ কোটি টাকার তহবিল সংগ্রহ করেছিল বিভিন্ন রাজনৈতিক দল। এই পরিমাণের সিংহভাগ অবশ্য গিয়েছে বিজেপির পকেটে। অর্থাৎ নির্বাচনী বন্ডের মোট তহবিলের প্রায় দুই-তৃতীয়াংশ টাকাই বিজেপির তহবিলে। সে তুলনায় অন্যান্য দলগুলি তুলনায় অনেক পিছিয়ে বলছে সাম্প্রতিক কালে প্রকাশিত এই রিপোর্ট।

ওই রিপোর্টে আরও বলা হয়েছে, এর আগের অর্থবর্ষে বিজেপির সংগ্রহে ছিল ১,৪৫০ কোটি টাকা। গত এক বছরে বিপুল অঙ্কের টাকা বেড়েছে বলে দাবি করা হয়েছে। ২০১৮-১৯ অর্থবর্ষে ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে ৩৮৩ কোটি টাকা আয় হয়েছিল কংগ্রেসের। ২০১৯-২০ অর্থবর্ষে সেই পরিমাণ আরও কমেছে তাদের। তৃণমূল কংগ্রেসের আয় হয়েছে ১০০.৪৬ কোটি টাকা। ডিএমকে পেয়েছে ৪৫ কোটি টাকা। শিব সেনা ৪১ কোটি, এনসিপি ২৯.২৫ কোটি, আমি আদমি পার্টি ১৮ কোটি টাকা করে পেয়েছে ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে। অন্যান্য দলগুলির মধ্যে স্ট্যালিনের ডিএমকে ৪৫ কোটি, উদ্ধব ঠাকরের শিবসেনা ৪১ কোটি, শরদ পাওয়ারের এনসিপি ২৯ কোটি ২৫ লক্ষ, অরবিন্দ কেজরিওয়ালের আম আদমী পার্টি ১৮ কোটি এবং লালুপ্রসাদের আরজেডি আড়াই কোটি টাকা সংগ্রহ করেছে।

Related Articles

Back to top button
error: