টিডিএন বাংলা ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। বুধবারই তার রিপোর্ট পজিটিভ আসে। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি দপ্তরের মন্ত্রী নিতিন গডকরি জানান, ‘গতকাল দুর্বল বোধ করায় ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেছিলাম। চেকআপ করাতে গিয়ে আমার কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। সকলের আশীর্বাদ ও শুভেচ্ছায় বর্তমানে ভালোই আছি। বর্তমানে আমি এখন আইসোলেশনে রয়েছি। এই ক’দিনে যাঁরা আমার কাছাকাছি এসেছেন তারা ভাইরাস সংক্রমণের আশঙ্কায়, কোভিড গাইডলাইন মেনে প্রত্যেকে কোভিড টেস্ট করিয়ে নিন।