উত্তরপ্রদেশের মা বোনেদের সম্মান এবং স্বাভিমানের ক্ষতি করার চিন্তা পর্যন্ত যারা করবে তাদের সমূলে নাশ করা হবে: যোগী আদিত্যনাথ

Image courtesy: Yogi Adityanath FB page

টিডিএন বাংলা ডেস্ক: গোটা দেশ যখন উত্তরপ্রদেশের দলিত এবং মহিলাদের ওপর হওয়া অপরাধমূলক ঘটনা ও অত্যাচারের বিরুদ্ধে সরব হয়ে উঠেছে তখন পরিস্থিতি সামাল দিতে উত্তরপ্রদেশের মহিলাদের সুরক্ষা নিয়ে আশ্বাস বার্তা দিলেন খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একটি টুইট করে শুক্রবার দুপুরে যোগী আদিত্যনাথ লেখেন,”উত্তরপ্রদেশের মা-বোনেদের সম্মান ও স্বাভিমানের ক্ষতি করার চিন্তা পর্যন্ত যারা করবে তাদের সমূলে বিনাশ সুনিশ্চিত।”

তিনি আরো লেখেন,”এদের এমন শাস্তি দেওয়া হবে যা ভবিষ্যতে উদাহরণ প্রস্তুত করবে। আপনাদের উত্তরপ্রদেশ সরকার প্রত্যেক মা বোনের সুরক্ষা এবং বিকাশের জন্য সংকল্পবদ্ধ। এটা আমাদের সংকল্প- প্রতিজ্ঞা।”

এদিকে বুধবার রাতে তড়িঘড়ি হাথরাসের নির্যাতিতার শবদেহ পুড়িয়ে দেওয়ার পর এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করেছে উত্তরপ্রদেশ সরকার। বলা হচ্ছে, নির্যাতিতার পরিবারের প্রহরারত পুলিশ কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। তাই গোটা বুলগড়ি গ্রাম কনটেইনমেন্ট জোন। রাজনৈতিক নেতাদের তো বটেই সংবাদমাধ্যমকেও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ভেতরে। নির্যাতিতার পরিবারের সঙ্গে কাউকে কথা পর্যন্ত বলতে দেওয়া হচ্ছে না। এদিকে নির্যাতিতার পরিবারের তরফ থেকে বারংবার অভিযোগ করা হচ্ছে যে তাদের ওপর বয়ান বদলাবার জন্য চাপ সৃষ্টি করছে প্রশাসন। এমনকি তাদের উপর মারধর পর্যন্ত করা হয়েছে। ছিনিয়ে নেওয়া হয়েছে তাদের মোবাইল ফোন। গোটা এলাকায় ব্যারিকেড করে ঘিরে রেখেছে উত্তরপ্রদেশ পুলিশ।

শুক্রবার সকালে তৃণমূলের চার সাংসদের একটি প্রতিনিধিদলকে নির্যাতিতার পরিবারের সঙ্গে পায়ে হেঁটে দেখা করতে যেতেও বাধা দেয় পুলিশ। ব্যারিকেডের মধ্যে ঢোকার চেষ্টা করলে ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয় তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে।

এই ঘটনার পর ধরনায় বসেছে সাংসদদের ওই প্রতিনিধিদল। পাশাপাশি ব্যারিকেড এর বাইরে প্রতিবাদী ধরনায় বসেছেন অখিলেশ যাদবের মাঝারি মাপের সমর্থক নেতাকর্মীরাও।